দীর্ঘ বিবাহিত সম্পর্কের পর বিচ্ছেদ, কী হতে পারে কারণ?
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ১৯:১২
দীর্ঘ বিবাহিত সম্পর্কের পর বিচ্ছেদ, কী হতে পারে কারণ?
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রচলিত ধারণা অনুযায়ী, বিবাহবিচ্ছেদ সাধারণত নববিবাহিত দম্পতিদের মধ্যেই ঘটে থাকে। কিন্তু পরিসংখ্যান বলছে, দীর্ঘ দাম্পত্যের পর মাঝবয়সি দম্পতিদের মধ্যেও বিচ্ছেদের হার উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাচ্ছে।


দীর্ঘ বিবাহের পর বিবাহ বিচ্ছেদের সম্ভাব্য কারণ:


দীর্ঘ দিন ধরে চলা মতানৈক্য: দীর্ঘ দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ, যোগাযোগের অভাব, অবিশ্বাস, আকর্ষণ হ্রাস ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। বয়সের সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলি আরও জটিল হয়ে উঠতে পারে এবং বিচ্ছেদের কারণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।


পরিবর্তিত জীবনধারা: বয়সের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা, পছন্দ এবং জীবনধারাও পরিবর্তিত হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, দীর্ঘ দাম্পত্য জীবনের পর স্বামী-স্ত্রীর মধ্যে এই পরিবর্তনগুলি এমনই অসুবিধা সৃষ্টি করে, যে একসঙ্গে জীবন কাটানো অসম্ভব হয়ে ওঠে। যার ফলে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াই তাঁরা সমীচিন বিবেচনা করেন।


অর্থনৈতিক সমস্যা: অর্থনৈতিক স্থিতিশীলতা দাম্পত্য জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। হঠাৎ করে কর্মস্থলে সমস্যা, অর্থনৈতিক স্বচ্ছলতা হারানো, ঋণের বোঝা ইত্যাদি কারণে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে, যা পারিবারিক কলহের কারণ হতে পারে। এ থেকে বিবাহবিচ্ছেদও অসম্ভব নয়।


সন্তানদের বড় হওয়া: অনেক ক্ষেত্রে, নিজেদের মধ্যে নানা অমিল সত্ত্বেও সন্তানদের কথা ভেবে অনেক দম্পতি একসঙ্গে জীবন কাটানোই সাব্যস্ত বলে বিবেচনা করেন। কিন্তু, সন্তানদের বড় হয়ে যাওয়ার পর তাঁরা পৃথক ভাবে জীবন যাপন করার সিদ্ধান্ত নেন।


নতুন সম্পর্ক: বিবাহিত সম্পর্কে কোনও তৃতীয় ব্যক্তির প্রবেশ দাম্পত্য জীবনে সমস্যার কারণ হয়ে উঠতে পারে। এই ঘটনা বিবাহিত জীবনের যে কোনও পর্যায়েই ঘটতে পারে। সে ক্ষেত্রে অনেক দম্পতিই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হন।


বেশি বয়সে বিবাহবিচ্ছেদের প্রভাব:


মানসিক প্রভাব: দীর্ঘ দিন একসঙ্গে চলার পর বিচ্ছেদ হলে মানসিক অবসাদ, একাকিত্ব, দীর্ঘ দিনের নির্ভরতা হারিয়ে ফেলা, দুঃশ্চিন্তা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।


সামাজিক প্রভাব: সমাজে এখনও বেশি বয়সে বিবাহবিচ্ছেদকে নেতিবাচক ভাবে দেখা হয়। ফলে বিচ্ছেদের পর অনেকেই সামাজিক ভাবে বিচ্ছিন্ন বোধ করতে পারেন। এই সামাজিক সমালোচনা মেনে নেওয়া অনেকের পক্ষেই খুব সহজ হয় না।


সন্তানের ওপর প্রভাব: বিবাহের বহু বছর পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিলে সন্তানদের উপর এর প্রভাব নেতিবাচক হতে পারে।


ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ: সকলেরই জীবনে কিছু ভবিষ্যৎ পরিকল্পনা থাকে। দীর্ঘ দিন পর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত জীবনের সব পরিকল্পনাকে ব্যাহত করতে পারে। অনেক বেশি বয়সে গিয়ে এই ধরনের সিদ্ধান্ত নিলে, মানুষের নতুন করে যাপন শুরু করতে অসুবিধা হতে পারে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com