
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ভালোবাসার সপ্তাহ। রোজ ডে, টেডি ডে, চকোলেট ডে, প্রমিস ডে, কিস ডে, হাগ ডে - সব পেরিয়ে অবশেষে ১৪ ফেব্রুয়ারি পালিত হয় ভ্যালেন্টাইনস ডে।
কিন্তু তার পরের দিন থেকেই শুরু হয় অ্যান্টি-ভ্যালেন্টাইনস উইক। অর্থাত্ প্রেমের পর এবার বিচ্ছেদের সপ্তাহ।
শুনতে অবাক লাগলেও ১৫ ফেব্রুয়ারি বুধবার পলিত হচ্ছে স্ল্যাপ ডে।
অ্যান্টি-ভ্যালেন্টাইনের প্রথম দিনটির নাম ‘স্ল্যাপ ডে’ অথবা ‘থাপ্পড় দিবস’। যে মানুষটি মন ভেঙেছে। ছেড়ে চলে গিয়েছে অথবা ঠকিয়েছে। এই দিনটি তাঁদের একটি থাপ্পড় মেরে মন ভাল রাখার জন্য।
ভালবাসার উল্টোই তবে কি মারামারি নাকি? সে প্রশ্ন অনেকেই করে থাকেন। তবে বাকিদের বক্তব্য, থাপ্পড় মারলে মন ভালও থাকে।
তারপর ১৬ তারিখ কিক ডে, ১৭ তারিখ পারফিউম ডে, ১৮ ফেব্রুয়ারি ফ্লার্ট ডে, ১৯ ফেব্রুয়ারি কনফেশন ডে, ২০ তারিখে মিসিং ডে এবং ২১ ফেব্রুয়ারি ব্রেকআপ ডে।
স্ল্যাপ ডে (Slap Day) আপনার জন্য এগিয়ে যাওয়ার একটি দিন। নেতিবাচকতার মুখে থাপ্পড় মারুন। তিক্ত সম্পর্ক, তিক্ত অভিজ্ঞতাকে থাপ্পড় মারুন।
নিজের প্রিয় জিনিস কিনুন। নিজেকে সাজান। পরিবার বা বন্ধুদের সঙ্গে কোথাও যান, একা একা রোমান্টিক ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন। নিজের মতো বাঁচুন। আপনার বন্ধু বা পরিবারের জন্য কিছু করুন। সময় কাটান, উপহার দিন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]