কোরিয়ানদের উজ্জ্বল ত্বকের রহস্য কী!
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ১১:১৪
কোরিয়ানদের উজ্জ্বল ত্বকের রহস্য কী!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কোরিয়ানদের উজ্জ্বল আর ঝকঝকে ত্বককে ‘পোর্সিলিন স্কিন’ বলা হয়। সুন্দর এই ত্বকের রহস্য কী তা নিয়ে সবার মনেই আছে কৌতূহল।


এমন জেল্লাদার ত্বক পেতে অনেকেই নানা কোরিয়ান প্রসাধনী ব্যবহার করে থাকেন। তবে ত্বক বিশেষজ্ঞরা বলেন, এমন ত্বকের পেছনে রয়েছে বিশেষ ক্রমপর্যায়ের ‘নিয়ম’। চলুন সেই নিয়মগুলো কী তা জেনে নেয়া যাক-


কোরিয়ানদের মতো ঝলমলে ত্বক পেতে চাইলে শুরুতেই অয়েল ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করতে হবে। ক্লিনজার ত্বকে লাগিয়ে ভেজা তুলা দিয়ে মুছে নিয়ে এরপর ফোমিং ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন।


পরবর্তী ধাপে ডেড স্কিন আর ব্ল্যাক হেডস তুলে নিতে লাগান ফেস স্ক্রাব। দুইবার এক্সফলিয়েট স্ক্রাব ব্যবহার করতে হবে। এরপর ত্বককে হাইড্রেড করতে লাগান টোনার। এতে ত্বকের পিএইচ লেভেল ঠিক থাকে। এরপর হালকা করে ত্বকে লাগান এসেন্স।


সবশেষে লাগিয়ে নিতে হবে সিরাম। এতে ত্বকের সমস্ত দাগছোপ মুছে যায়। এছাড়াও চোখের আশপাশে লাগাতে হবে আইক্রিম। এতে চোখের নিচের কালো ছোপ দূর হবে। পাশাপাশি প্রতিদিনের রুটিনে ত্বকে ময়শ্চারাইজার লাগাতে হবে। অন্যদিকে রোদে বের হওয়ার আগে লাগাতে হবে সানস্ক্রিন।


এই নিয়মগুলো রোজ পালন করলে আপনিও পেতে পারেন কোরিয়ানদের মতো সুন্দর ত্বক।


বিবার্তা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com