শিরোনাম
চুল পড়ছে, কমেছে ঘনত্ব? ঘরোয়া ব্রাক্ষ্মী তেল করবে সমাধান
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩১
চুল পড়ছে, কমেছে ঘনত্ব? ঘরোয়া ব্রাক্ষ্মী তেল করবে সমাধান
অনামিকা রায়
প্রিন্ট অ-অ+

ব্রাক্ষ্মীর মধ্যে অ্যালকালয়েড আছে, যা প্রোটিন কাইনেসের ক্রিয়াকলাপ বাড়ায়।


চুলে চিড়ুনি দিলেই হল, মুঠো মুঠো চুল উঠে আসে হাতে। ঘনত্ব কমেছে। কার্যত, লম্বা চুলের সখ চুকেছে। এখন পাতলা চুল নিয়ে কী বাঁধব আর খুলে রাখলেই যে কোথা দিকে টাক দেখা যাবে তা নিয়ে চিন্তার শেষ নেই। আপনি কি ঠিক এমনই একটা সমস্যার মুখোমুখি হয়েছেন। তাহলে এই প্রতিবেদন আপনার জন্য।


চুল পড়ার অন্যতম কার্যকারী ঘরোয়া উপায় হল ব্রাক্ষ্মী তেল। ব্রাক্ষ্মীর মধ্যে অ্যালকালয়েড আছে, যা প্রোটিন কাইনেসের ক্রিয়াকলাপ বাড়ায়। মাথার ত্বকে মালিশ করবার জন্য তেল হিসেবে লাগানো যায়।


চুলের জন্য ব্রাক্ষ্মী তেল খুবই কার্যকারী। এই তেল চুল পড়া প্রতিরোধ করে। এটা চুলের বৃদ্ধি বাড়ায়। এটা অস্বস্তি ও চুলকানির হাত থেকে মাথার ত্বককে রেহাই দেয় এবং খুশকি হওয়া কমায়।


তেল তৈরির জন্য প্রয়োজন আমলকি, ব্রাক্ষ্মী শাক ও তিলের তেল। প্রথমে আমলকি থেতো করে নিন। এরপর ব্রাক্ষ্মী শাক থেতো করে নিন। এরপর আমলকি ও ব্রাক্ষ্মী শাক ফুটন্ত পানিতে ফেলুন এবং ২০ মিনিট ফুটতে দিন।


লাল হওয়ার পর ভালো ভাবে মিশে গেলে এবং পানি কমে এলে নামিয়ে নিন। কাপড়ের মধ্যে মিশ্রণটি নিয়ে ভালো করে ছেকে নিন।


এবার ওই তরলের সমান তিলের তেল দিন। তারপর অল্প আঁচে ফুটে দিন। যখন দেখবেন পুরো মিশে গিয়েছে দুটি মিশ্রণ এবং ঘন হয়ে গিয়েছে। গাঢ় রঙ এসেছে। তখন নামিয়ে আরো একবার ছেকে নিন। তৈরি ব্রাক্ষ্মী তেল।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com