
শুধু খাবারের স্বাদ বাড়ায় এমনটা নয়, এলাচের রয়েছে নানা ওষধি গুণ! সারাবছর নিয়ম করে এলাচ খেলে অনেক জটিল-কঠিন অসুখ আপনার ধারেকাছে ঘেঁষবে না!
নিয়মিত এলাচ খেলে শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে।
এলাচ ওজন কমাতে সাহায্য করে। এলাচের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিড্যান্ট যা ত্বক বুড়িয়ে যেতে দেয় না! ত্বক ঝুলে পড়ে না, দেখা মেলে না বলিরেখারও!
নিশ্বাসে দুর্গন্ধ ? মুখে রাখুন দু-তিনটে এলাচ।
মুখের ঘা, মাড়ির ক্ষত ইত্যাদিতে এলাচ অব্যর্থ ওষুধের কাজ করে।
চায়ের সঙ্গে মধু ও ১-২ টো এলাচ মিশিয়ে খেলে সর্দি-কাশির উপদ্রব থেকে মুক্তি পাবেন।
বিবার্তা/অনামিকা/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]