
শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হৃদপিন্ড বা হার্ট। তাই এই অঙ্গের প্রতি বিশেষভাবে যত্নবান হতে হবে। একটু সচেতন থাকলেই তা সম্ভব। এজন্য কিছু অভ্যাস ছাড়তে হবে আর কিছু অভ্যাস সাদরে গ্রহণ করতে হবে।
হৃদযন্ত্রের সমস্যা দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। তাই আগে থেকেই সচেতন থাকতে হবে। ছোট্ট কিছু বদঅভ্যাস জীবনকে বদলে দিতে পারে। সুস্থ রাখতে পারে শরীরের হৃদযন্ত্রকে।
আসুন জেনে নেই সেই উপায়গুলো সম্পর্কে-
পুষ্টিকর খাবার
হৃদপিন্ড সুস্থ রাখার প্রধান শর্ত হলো পুষ্টিকর খাবার খাওয়া। হৃদপিন্ডের কার্যক্ষমতা ও রক্ত সঞ্চালন প্রক্রিয়া ঠিক রাখার জন্য প্রতিদিন পুষ্টিকর খাবার খেতে হবে। ফাস্ট ফুড বাদ দেওয়াই ভালো। পুষ্টিকর খাবার হৃদপিন্ড সুস্থ রাখতে সহায়ক।
যেসব খাবার হৃদপিন্ড সুস্থ রাখে:
মনের সঙ্গে হৃদপিন্ডের সরাসরি সম্পর্ক আছে। হতাশা, দুশ্চিন্তা ও মানসিক চাপ হৃদপিন্ডের জন্য অত্যন্ত ক্ষতিকর। জীবনের যেকোন পর্যায়ে ‘খারাপ পরিস্থিতি’ তৈরি হতেই পারে। আবার অনেকসময় একঘেয়েমিও চলে আসে। যাই-ই হোক, মনের ওপর নিজের নিয়ন্ত্রণ থাকতে হবে। মানসিক চাপ দূর করে হাসি-খুশি থাকার চেষ্টা করতে হবে।
মন ভালো রাখতে যা যা করতে পারেন:
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]