শিরোনাম
ফোনের চার্জ কখন দেবেন!
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৯, ১৩:২১
ফোনের চার্জ কখন দেবেন!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফোন ছাড়া জীবন চালানোই যেন কঠিন এখন। হাতের স্মার্টফোনের সঙ্গেই কাটে আমাদের দিনের বেশির ভাগ সময়। ফোনটি সচল রাখতে ব্যাটারিতে সচেতনভাবে চার্জ দিতে হয়।


নিয়ম মেনে যত্নের সঙ্গে ব্যবহার করলেই নতুন স্মার্টফোন নিশ্চিন্তে ব্যবহার করা যায় দীর্ঘ দিন।


টেক বিশেষজ্ঞরা বলেন, জেনে রাখা ভালো ব্যাটারির চার্জ কমে ৫০শতাংশ হওয়ার আগে কিছুতেই ফোন চার্জে দেয়া উচিত না। আবার, কমপক্ষে ২০শতাংশ চার্জ থাকা অবস্থায় রিচার্জ করে নিতে হবে।


স্মার্ট ফোন কখনো শতভাগ রিচার্জ করা উচিত নয়। আর চার্জ হয়ে গেলে চার্জার খুলে নিতে হবে।


মাসে একবার ব্যাটারি পুরোপুরি ডিসচার্জ করতে হবে। ফোনের চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে যাওয়ার পর রিচার্জ করে নিতে হবে।


ব্যবহার করা ফোন কেনার আগে অবশ্যই ব্যাটারির অবস্থা জেনে নিন। নিজের নতুন ফোনও যত্ন নিয়ে ব্যবহার করুন। বিক্রি করতে চাইলে ভালো দাম পাবেন।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com