শিরোনাম
নিলামে কেনা বাইক সহজে রেজিস্ট্রেশন করে নিন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৫
নিলামে কেনা বাইক সহজে রেজিস্ট্রেশন করে নিন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পুলিশ-প্রশাসন বা কাস্টমস জব্দ করা গাড়ি আদালতের নির্দেশে আয়োজিত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এসব গাড়ি যে কেউ কিনতে পারেন। গাড়ির রেজিস্ট্রেশন করে নির্বিঘ্নে ব্যবহার করতে পারেন ক্রেতারা।


নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে সরকারি কোষাগারে টাকা জমা দিয়ে মোটরসাইকেল বা গাড়ি কিনলেও রেজিস্ট্রেশন করতে হয়। অন্যথায় কাগজপত্র না থাকায় বিপত্তিতে পড়তে হবে। এজন্য কিছু প্রক্রিয়াও অনুসরণ করতে হয়।


নিলামে কেনা বাইক রেজিস্ট্রেশনে প্রয়োজনীয় কাগজপত্র (যে কোনো অকশন থানা বা কাস্টমস)


১. পেপার কাটিং
২. সি.এস. কপি-তুলনামূলক বিবরণী
৩. সর্বোচ্চ দরপত্র গ্রহণ
৪. বিক্রয় আদেশ
৫. বিআরটিএ মোটরযান পরিদর্শক কর্তৃক সিসি নির্ধারণ
৬. টাকা জমার রশিদ
৭. কাস্টমস অফিসারের মন্তব্য
৮. কাস্টমস অফিসারের ছাড়পত্র
৯. কাস্টমস ডেলিভারি অর্ডার
১০. কাস্টমস ডেলিভারি মেমো
১১. কাস্টমস ডেলিভারি ইনভয়েস
১২. নিলাম ক্রেতার অঙ্গিকারনামা
১৩. বিক্রেতার ১৫০ টাকার এফিডেভিট
১৪. ক্রেতার ১৫০ টাকার এফিডেভিট
১৬. টি. ও , টি. টি. ও, বিক্রয় রশিদ
১৭. ক্রেতার টিআইএন সার্টিফিকেট
১৮. মোটরযান পরিদর্শক কর্তৃক গাড়িটি সরেজমিন পরিদর্শন
১৯. এইচ ফরম পূরণ
২০. পরিচালক (ইঞ্জি.) বিআরটিএর অনুমোদন এবং
২১. টাকা জমার রশিদ সমূহ


এসব কাগজপত্র সংগ্রহ করার পর রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া শুরু করতে হবে। এরপর সাধারণ বাইক রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মতোই বাকি ধাপ অনুসরণ করতে হবে। এরপর নিলামে কেনা গাড়িটির মালিক হয়ে যাবেন আপনি।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com