শিরোনাম
‘আদালতের ওপর সরকারের হস্তক্ষেপ নেই’
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৯, ১৫:৫১
‘আদালতের ওপর সরকারের হস্তক্ষেপ নেই’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন, আদালতের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। আর এর কারণেই দুর্নীতিবাজদের সাজা হচ্ছে।


শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ চত্বরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।


‘বিচার ব্যবস্থায় সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে খালেদা জিয়ার মুক্তি বিলম্বিত হচ্ছে’-বিএনপি নেতা রহুল কবির রিজভীর এমন মন্তব্যের প্রেক্ষিতে আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তিনি এ কথা বলেন।


আইনমন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় নিম্ন আদালত তাকে সাজা দিয়েছেন, পরের উচ্চ আদালতে আপিল করলে আদালত সাজা ৫ থেকে বাড়িয়ে ১০ বছর করে দেন। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ আমি খুঁজে পাই না।


মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার গঠনের পর থেকেই দেশে বিচার ব্যবস্থা স্বাধীন, যা বিএনপির আমলে ছিল না।


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দোলা-খান, কসবা-আখাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন প্রমুখ।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com