শিরোনাম
এমপিদের শপথ গ্রহণের বৈধতা সংক্রান্ত রিট খারিজ
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৯, ১২:২১
এমপিদের শপথ গ্রহণের বৈধতা সংক্রান্ত রিট খারিজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের (এমপি) শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ আদেশ দেন বিচারক।


এর আগে, গত বুধবার দুপুরে হাইকোর্ট বিভাগের বিচারপতি মইনুল হোসেন চৌধুরী ও বিচারপতি আশরাফ কামালের দ্বৈত বেঞ্চে এই রিটের শুনানি হয়।


রিটকারী তাহেরুল ইসলামের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম শুনানি করেন।


তখন রিটকারীর আইনজীবী দাবি করেন, দশম সংসদ বিলুপ্ত না করে একাদশ সংসদের সদস্যদের শপথ নেয়া অবৈধ।


জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, সব সাংবিধানিক প্রক্রিয়া মেনেই সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। এছাড়া রিটকারী তাহেরুল ইসলাম নির্বাচনে অংশও নেননি কিংবা তিনি সরাসরি সংক্ষুব্ধ ব্যক্তি নন বলে আদালতকে অবহিত করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত আদেশের দিন ধার্য করেন।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com