নতুন মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১২:২৪
নতুন মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর কাফরুল থানার এক হত্যাচেষ্টা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।


সোমবার (১৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত এ নির্দেশ দেন।


এদিন সকালে তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই সোহেল হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


আদালতে কাফরুল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক সুবীর ঘোষ এসব তথ্য নিশ্চিত করেন।


জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই কাফরুল থানাধীন এলাকায় ছাত্র-জনতার মিছিলে আসামিরা নির্বিচারে গুলি বর্ষন করেন। এসময় গুলিবিদ্ধ হন মামলার বাদী ইউসুফ। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত বছরের ২১ নভেম্বর ঢাকার আদালতে অভিযোগ দায়ের করেন তিনি। পরবর্তী সময়ে আদালত কাফরুল থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। মামলায় কামাল মজুমদার ১ নম্বর এজাহারনামীয় আসামি।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com