
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে ডিভিশন পাচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
সোমবার (২ ডিসেম্বর) শাহবাগ থানায় একটি মামলার শুনানির জন্য আদালতে হাজির করা হলে এজলাসে দাড়িয়ে বিচারকের কাছে এমনই অভিযোগ জানান তিনি।
রাজধানীর শাহবাগ এলাকায় রিয়াজুল নামে এক ব্যক্তি নিহতের মামলায় শাহবাগ থানার উপ-পরিদর্শক একরামুল হকের আবেদনের প্রক্ষিতে তাকে গ্রেফতার দেখানো হয়। শুনানির জন্য আদালতে হাজির করা হয় তাকে। এ সময় পলক আদালতের উদ্দেশ্যে কিছু বলতে চান।
আদালত অনুমতি দিলে তিনি জানান, কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে তিনি ডিভিশন পাচ্ছে না। ৫ হাত লম্বা ৪ হাত চওড়া সেলে তাকে রাখা হয়েছে। পরিবারের সাথে সাক্ষাৎসহ ফোনে কথা বলার সুযোগ পাচ্ছে না সে। এ কারাগারে বেশিরভাগ ফাঁসির দণ্ডপ্রাপ্ত। তাদের মধ্যে তাকে রাখা হয়েছে।
এ সময় আদালত পলককে লিখিত আকারে আবেদন দাখিল করতে বলেন। পরে আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর তোপখানা রোডে রিয়াজুলকে গুলি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৬ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন রিয়াজুলের পূর্বপরিচিত বিল্লাল হোসেন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]