ন্যায়বিচার চাইলেন ফিরোজ, ক্যানসারের কথা বললেন কামরুল
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১৩:২৩
ন্যায়বিচার চাইলেন ফিরোজ, ক্যানসারের কথা বললেন কামরুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আদালতের কাছে ন্যায়বিচার চেয়েছেন আওয়ামী লীগের সাবেক হুইফ ও সংসদ সদস্য আ স ম ফিরোজ আদালত। এছাড়া সাবেক মন্ত্রী কামরুল ইসলাম আদালতকে বলেছেন, তিনি স্টমাকের ক্যানসার, ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত।


বুধবার (২৭ নভেম্বর) রিমান্ড শুনানিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে তারা এসব কথা বলেন।


এদিন যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় আ স ম ফিরোজের এবং লালবাগ থানার হত্যা মামলায় কামরুল ইসলামের রিমান্ড শুনানি হয়।


কামরুল ইসলাম বলেন, ‘আমি একটি মামলায় ৮ দিনের রিমান্ড থেকে এসেছি। আমার বয়স ৭৬ বছর। আমি স্টমাকের ক্যানসারের রোগী। ডায়াবেটিস আছে। এছাড়াও এ বয়সে নানা রোগে আক্রান্ত। যেখানে ঘটনা ঘটেছে, ওটা আমার নির্বাচনী এলাকাও না। এ হত্যাকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এসব হয়রানিমূলক মামলা।’


এ দিন আদালতে ন্যায়বিচার চেয়ে আ স ম ফিরোজ বলেন, ‘যাহা বলিব সত্য বলিব। ১৯৭৯ সালে জিয়াউর রহমানের সময় থেকে আমি এমপি ছিলাম। এরশাদের আমলেও জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। ৫ তারিখে আমার নির্বাচনী এলাকায় ছিলাম। সেখানকার ডিসি, এসপিদের সঙ্গে ফুটবল টুর্নামেন্টে ছিলাম। আল্লাহর পর আপনি যদি হাকিম হন, তাহলে আপনি ন্যায়বিচার করবেন। এ মামলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক কারণে আমাকে ফাঁসানো হয়েছে। বাদী আদালতে এসে আমার পক্ষে সাক্ষ্য দিয়েছেন। এ মামলায় আমার নাম থাকার ব্যাপারে বাদী কিছু জানেন না।’


এরপর এদিন বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানার সাইদুর রহমান হত্যা মামলায় আ স ম ফিরোজকে ২ দিনের রিমান্ড দেন আদালত। আর লালবাগ থানার খালিদ হাসান সাইফুল্লাহর হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com