
সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী, কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত সহকারীসহ (পিএস) দুজনকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৩ নভেম্বর) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, পাপনের ব্যক্তিগত সহকারী (পিএস) সাখাওয়াত মোল্লা (৫২)। তিনি ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়ার শহিদুল্লাহর ছেলে। অপরজন আ. হেকিম রায়হান (৫২)। তিনি ভৈরবপুর দক্ষিণপাড়ার আ. রহিমের ছেলে।
র্যাবের একর্মকর্তা জানান, শনিবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গত ১৯ জুলাই কিশোরগঞ্জের ভৈরব থানার লক্ষীপুর ও কমলপুর এলাকায় ছাত্র-জনতার গণমিছিল বের হয়। এ সময় তাদের ওপর দুষ্কৃতকারীরা হামলা করে। এতে বেশ কিছু ছাত্র-জনতা আহত হন। এ ঘটনায় মামুন মিয়া (৩১), রুবেল মিয়া (৩২) ও আলম সরকার (৪২) বাদী হয়ে ভৈরব থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন। পরে আসামিদের গ্রেফতারে ছায়াতদন্ত শুরু করে র্যাব।
মুনীম ফেরদৌস আরও বলেন, এরই ধারাবাহিকতায় পলাতক থাকা এজাহারনামীয় আসামিদের অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান নিশ্চিত করে র্যাব। পরে শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার কর হয়। তারা এজাহারভুক্ত আসামি। এ মামলায় অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]