নুরের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি ২৮ আগস্ট
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ১৩:১১
নুরের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি ২৮ আগস্ট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ নিয়ে জারি করা রুলের ওপর শুনানির জন্য আগামী ২৮ আগস্ট দিন ধার্য করা হয়েছে।


বৃহস্পতিবার (১ আগষ্ট) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


আদালতে নুরুল হক নুরের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু ও অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ।


অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ জানান, নুরুল হক নুর গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে থাকায় বৃহস্পতিবার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি ও শুনানির জন্য তার পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন নামঞ্জুর করে আগামী ২৮ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন।


গত ২০ জুলাই রাজধানীর বনানী থানায় কোটাবিরোধী আন্দোলনের সময় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি এ মামলায় রিমান্ডে আছেন বলে জানান আইনজীবী মো. মাকসুদ উল্লাহ।


এর আগে গত ৩ জুলাই আদালতে উপস্থিত হয়ে নুরুল হক নুর আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চান।


উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ এবং সমাবেশ করে গণঅধিকার পরিষদ। সেদিন দুপুর ১২টায় পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু হয়ে পল্টন মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


ওই সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দিয়েছিলেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।


নুরুল হকের দেওয়া বক্তব্য নিয়ে গত ৭ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এক সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে নুরুল হক আপত্তিকর বক্তব্য দেন। বিষয়টি উপস্থাপিত হলে গত ১৭ ডিসেম্বর হাইকোর্টের একই বেঞ্চ তার প্রতি আদালত অবমাননার রুল দেন। বিচারক ও বিচারব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা জানাতে নুরুল হককে ১৭ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। ধার্য তারিখে তিনি আদালতে হাজির হন। সেদিন নুরুলের আইনজীবী অ্যাফিডেভিট (হলফনামা আকারে লিখিত বক্তব্য) দাখিল করবেন বলে সময় চান। আদালত ১৫ ফেব্রুয়ারি দিন রাখেন। ধার্য তারিখে অবমাননাকর বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে হলফনামা আকারে লিখিত বক্তব্য দাখিল করা হয়।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com