
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্মৃতি চিরঞ্জীবে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতির কার্যাভার পালনরত বিচারপতি এম. ইনায়েতুর রহীমের নেতৃত্বে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।
মঙ্গলবার (২৬ মার্চ) বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্মৃতি চিরঞ্জীবে সকাল পৌনে ৮টার দিকে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এরপর দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করেন বিচারপতিরা।
প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি এম ইনায়েতুর রহিম উভয় বিভাগের বিচারপতিদের সঙ্গে নিয়ে সুপ্রিম কোর্ট ইনার কোর্ট ইয়ার্ডে অবস্থিত স্মৃতি চিরঞ্জীব স্মারক সৌধে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]