লাশ সুরক্ষা ও কঙ্কাল চুরি প্রতিরোধ আইন করতে রিট
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ১৭:২১
লাশ সুরক্ষা ও কঙ্কাল চুরি প্রতিরোধ আইন করতে রিট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কবরের লাশের সুরক্ষা ও কঙ্কাল চুরি প্রতিরোধ করতে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।


১৪ মার্চ, বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনটি জমা দেওয়া হয়েছে। মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ড. গোলাম রহমান এ রিট দায়ের করেন।


রিটে লাশ ও কঙ্কাল চুরির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া যাদের লাশ ও কঙ্কাল চুরি হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।


আইনজীবী ড. গোলাম রহমান বলেন, লাশ ও কঙ্কাল চুরি প্রতিরোধে বাংলাদেশে কোনো আইন নেই। বিশ্বের অনেক দেশেই এ সংক্রান্ত আইন আছে। কিন্তু বাংলাদেশে লাশ সুরক্ষার কোনো আইন নেই।


রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব; সংসদ মন্ত্রণালয়ের সচিব; স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব; ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব; ঢাকা উত্তর ও দক্ষিণ, রাজশাহী, কুমিল্লা, সিলেট সিটি করপোরেশন; পুলিশের মহাপরিদর্শক (আইজিপি); ঢাকা, রাজশাহী, সিলেট মহানগর পুলিশের কমিশনার; কুমিল্লার বিভাগীয় পুলিশ কমিশনারসহ ২৫জনকে বিবাদী করা হয়েছে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com