ড. ইউনূসের রুল শুনানি সোমবার
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ১৪:২৯
ড. ইউনূসের রুল শুনানি সোমবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শ্রম আদালতের অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের রুল শুনানির দিন ধার্য করা হয়েছে আগামীকাল সোমবার।


রবিবার (৬ আগস্ট) সকালে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের পক্ষে শুনানির দিন ধার্যের আবেদন করা হয়।


এরপর বিচারপতি কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সোমবার শুনানির এ দিন ধার্য করেন।


এর আগে, সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের ৩ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।


এর আগে, ৩ আগস্ট ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের ৩ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না-সংক্রান্ত রুল আগামী ২ সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলেন আপিল বিভাগ।


উল্লেখ্য, গত ৬ জুন ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা ড. ইউনূসসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বাকি অভিযুক্তরা হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com