ধর্মীয় বিষয়ে স্পর্শকাতর বক্তব্য
শেরপুরের জেলা জজকে প্রত্যাহার
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ১৩:২৬
শেরপুরের জেলা জজকে প্রত্যাহার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিষয়ে স্পর্শকাতর বক্তব্য দেয়ায় শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ইমান আলী শেখকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।


১৬ এপ্রিল, রবিবার সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।


শুক্রবার (১৪ এপ্রিল) নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে বিচারক ইমান আলী বলেন, 'নবী-রাসুলগণ আল্লাহর সঙ্গে কথা বলে ওহী নাযিল করেছিলেন তা সম্পূর্ণ মিথ্যা'। তিনি আরও বলেন, 'আল্লাহ, ঈশ্বর, ভগবান সবই কৃত্তিম। কেউ রিয়েল নয়।'


বিচারক ইমান আলী শেখের এমন বক্তব্যের প্রতিবাদে ও তার শাস্তির দাবিতে রোববার শেরপুর জেলা ডিসি অফিসের সামনে জেলার সকল মুসলিম জনতার মিছিল নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে।


বিচারক ইমান আলী শেখের বিরুদ্ধে এর আগেও একাধিক বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।


সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিষয়ে এমন স্পর্শকাতর বক্তব্যের প্রেক্ষিতে শনিবার (১৫ এপ্রিল) আইন ও বিচার বিভাগ, আইন মন্ত্রনালয় কর্তৃক প্রয়োজনীয় তদন্ত এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করার লক্ষ্যে চিঠি দেয়া হয়।


এর প্রেক্ষিতেই রোববার প্রধান বিচারপতির চিঠিটি অনুমোদন করে বিচারক (জেলা জজ) ইমান আলী শেখকে প্রত্যাহার করা হয়।


বিবার্তা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com