
প্রতারণার মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষী হাজির করতে না পারায় গুলশান ও খিলগাঁও থানার ওসিকে শোকজ করেছেন আদালত।
বুধবার (২১ অক্টোবর) প্রতারণার মামলায় ডা. সাবরিনাসহ ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিলো। কিন্তু কোনো সাক্ষী আদালতে হাজির হননি। এতে ক্ষুব্ধ হয়ে সিএমএম হাকিম সরাফুজ্জামান আনছারী গুলশান ও খিলগাঁও থানার ওসিকে শোকজ করেন। পরে সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য রাষ্ট্রপক্ষ সময় চাইলে আদালত ৩ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে করোনা পরীক্ষার নামে নমুনা সংগ্রহ করলেও পরীক্ষা না করেই জেকেজি হেলথকেয়ার হাজারো মানুষকে ভুয়া কোভিড রিপোট দেয়। এরপর র্যাব অভিযান চালিয়ে জেকেজি হেলথ কেয়ারের অফিস সিলগালা করার পাশাপাশি গ্রেফতার করে প্রতিষ্ঠানটির সিইও আরিফ চৌধুরী ও চেয়ারম্যান ডা. সাবরিনাকে। পরে প্রতারণার অভিযোগে তেজগাঁও থানায় মামলা করে পুলিশ।
এরপর ৫ আগস্ট এ মামলায় আদালতে ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী চার্জশিট দাখিল করেন। চার্জশিট দাখিল করার পর ২০ আগস্ট ডা. সাবরিনাসহ ৮ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]