শিরোনাম
গাইবান্ধায় জোড়া খুন: ৩ ভাইয়ের ফাঁসির আদেশ
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২০, ১৪:৪৯
গাইবান্ধায় জোড়া খুন: ৩ ভাইয়ের ফাঁসির আদেশ
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে চাচাত ভাই-বোনকে হত্যার দায়ে ৩ ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।


বৃপস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় দেন।


ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের আবুল হোসেনের তিন ছেলে হযরত আলী (৫৫), হাফিজুল ইসলাম (৩২) ও আজিজুল হোসেন (২৭)।তাদের মধ্যে আবুল হোসেন মারা গেছেন। অপর তিন আসামিকে খালাস দেয়া হয়েছে।


গাইবান্ধা কোর্ট পুলিশের পরিদর্শক তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


গাইবান্ধার পাবলিক প্রসিকিউটর শফিকুর রহমান শফিক জানান, ২০১৬ সালের ১২ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার পুরবো জিনিয়া গ্রামে আবুল হোসেনের সাথে প্রতিবেশী মফিজল হকের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব হয়। জমির পাকা ধান যাতে কাটতে না পারে সেজন্য সেখানে আবুল হোসেন ও তার স্বজনরা ধানের জমিতে বিদ্যুতের তার ছড়িয়ে রাখে।


মফিজল হক তার লোকজন নিয়ে বিবাদমান জমিতে ধান কাটতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তসলিম উদ্দিন ও মর্জিনা বেগমের মৃত্যু হয়। এ বিষয়ে নিহতের স্বজন মফিজল হক বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘদিন তদন্তের পর সুন্দরগঞ্জ থানার এসআই সারোয়ার্দী ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com