শিরোনাম
জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন ২ নভেম্বর
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২০, ১৫:৩০
জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন ২ নভেম্বর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মানি লন্ডারিং আইনে করা মামলায় জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানির জন্য ২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।


সোমবার (৫ অক্টোবর) দুপুরে হুইলচেয়ারে করে জি কে শামীমকে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে হাজির করে পুলিশ।


বিচারক মামলার চার্জশিট আমলে নিয়ে চার্জ গঠনের জন্য ২ নভেম্বর দিন ধার্য করেন। একইসঙ্গে মামলাটি বিশেষ জজ-১০ আদালতে বলদির আদেশ দেন।


২০১৯ সালের ২১ সেপ্টেম্বর র‍্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে গুলশান থানায় মানি লন্ডারিং আইনে মামলাটি দায়ের করেন।


মামলায় অভিযোগ আনা হয়েছে আসামিরা এক কোটি ৮১ লাখ টাকা ও ১৬৫ কোটি ২৭ লাখ টাকা এফডিআরের মাধ্যমে মানি লন্ডারিং করেছেন।


গত ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ জি কে শামীমসহ আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


মামলার আসামিরা হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।


এ মামলায় মোট ২৬ জনকে সাক্ষী করা হয়। আসামিরা সবাই কারাগারে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com