শিরোনাম
সিনহা হত্যা মামলা অবৈধ দাবি করে আদালতে আবেদন
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২০, ১৮:৩৪
সিনহা হত্যা মামলা অবৈধ দাবি করে আদালতে আবেদন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সেনাবাহিনীর অপসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলা অবৈধ দাবি করে রিভিশনের আবেদন করেছেন আসামি পক্ষের এক আইনজীবী। এ আবেদনের শুনানি জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। রবিবার (৪ অক্টোবর) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আবেদনটি করেন অ্যাডভোকেট মাসুদ সালাহ উদ্দিন।


তিনি আবেদনে উল্লেখ করেছেন, সিনহা হত্যাকাণ্ড নিয়ে তার বোনের করা মামলাটির পুরো বিচার প্রক্রিয়া পরিচালিত হচ্ছে আইনের ২০৫ ডি সেকশনকে অনুসরণ না করেই। ফলে সিনহা হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠু ও ন্যায়বিচার প্রতিষ্ঠা নিয়ে সন্দেহ আছে। বিচারকার্য সঠিক ধারায় নিয়ে যেতে হলে ২০৫ ডি সেকশন অনুসরণ করতে হবে।


উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মো. রাশেদ। এ ঘটনায় গত ৫ আগস্ট তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর লিয়াকতসহ ৯ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় মোট ১৪ আসামি বর্তমানে কারাগারে রয়েছেন৷


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com