শিরোনাম
ব্লগার ওয়াশিকুর হত্যা মামলার রায় ২৭ অক্টোবর
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২০, ১৭:৫৩
ব্লগার ওয়াশিকুর হত্যা মামলার রায় ২৭ অক্টোবর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে ব্লগার ওয়াশিকুর রহমান হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। এই মামলার রায় ঘোষণার জন্য ২৭ অক্টোবর তারিখ ধার্য করেছেন আদালত।


ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম রবিবার এ আদেশ দেন।


সরকারি কৌঁসুলি সালাউদ্দিন হাওলাদার এই তথ্য জানান।


ওয়াশিকুর হত্যা মামলায় পাঁচ আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। পাঁচ আসামির মধ্যে তিনজন কারাগারে আছেন। তিন আসামি জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম ওরফে মুশফিক ওরফে এরফান ও সাইফুল ইসলাম ওরফে মানসুরে রবিবার আদালতে হাজির করা হয়। মামলার পলাতক দুই আসামি হলেন জুনেদ ওরফে জুনায়েদ আহমেদ ও আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবদুল্লাহ।


২০১৫ সালের ৩০ মার্চ রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ীর দিপীকা মোড়ে ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। পালানোর সময় দুই হামলাকারীকে আটক করে এলাকাবাসী। এ ঘটনায় ওয়াশিকুর রহমানের ভগ্নিপতি মনির হোসেন মাসুদ বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com