শিরোনাম
ডা. সাবরিনাকে ডিভিশন দেয়ার নির্দেশ আদালতের
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৮
ডা. সাবরিনাকে ডিভিশন দেয়ার নির্দেশ আদালতের
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে দায়ের করা প্রতারণা মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনছারী এই নির্দেশ দেন।


এর আগে কারাগারে ডিভিশন চেয়ে আদালতে আবেদন করেন সাবরিনার আইনজীবী। আদালত কারাবিধি অনুযায়ী সাবরিনাকে ডিভিশন দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সাবরিনার আইনজীবী ফারুক আহম্মেদ।


এদিকে সোমবার এ মামলায় আদালতে মো. ইয়াসিন নামে বাসার এক কেয়ারটেকার সাক্ষ্য দেন। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১১ অক্টোবর দিন নির্ধারণ করেন। এ মামলায় মোট ৪২ সাক্ষীর মধ্যে শেষ হয়েছে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com