শিরোনাম
১৮ বিচারপতিকে দু’বার শপথ পড়ানোর ব্যাখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট
প্রকাশ : ৩১ মে ২০২০, ১৭:১৪
১৮ বিচারপতিকে দু’বার শপথ পড়ানোর ব্যাখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ১৮ বিচারপতির দুইবার শপথ পড়ানোর বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।


রবিবার (৩১ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,প্রথম দফায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ পড়ানোর ক্ষেত্রে কারিগরি ত্রুটি হওয়ায় দ্বিতীয় দফা শারীরিক উপস্থিতির মাধ্যমে শপথ পড়ানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের ১৮ জন অতিরিক্ত বিচারককে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ প্রদান করায় গত ৩০ মে বিকাল ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান বিচারপতি জনাব সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথ পাঠ করান। তবে ওই শপথ পাঠ অনুষ্ঠানে কারিগরী ত্রুটির কারণে শপথ গ্রহণকারী কোনো কোনো বিচারপতির শপথ গ্রহণ স্পষ্টভাবে শ্রুত না হওয়ায় প্রধান বিচারপতি পুনরায় স্বশরীরে তাদের শপথ পাঠ করানোর প্রয়োজনীয়তা অনুভব করেন। তাই ৩০ মে শনিবার রাত ৯টা ৩০ মিনিটে প্রধান বিচারপতির খাস খামরায় প্রধান বিচারপতি স্বশরীরে তাদের শপথ পাঠ করান।


রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে গত ২৯ মে ১৮ জন অতিরিক্ত বিচারপতিকে হাইকোর্টে বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এ বিষয়ে ওইদিনই আইন মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে শপথের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে জানানো হয়। এ অবস্থায় শনিবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই ১৮ বিচারপতিকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি। এই শপথ নিয়ে প্রশ্ন ওঠায় পরবর্তীতে রাত সাড়ে ৯টায় ওই ১৮ বিচারপতি সুপ্রিম কোর্টে স্বশরীরে হাজির হয়ে শপথ নেন। প্রধান বিচারপতি সরাসরি তাদের একেকজন করে শপথ পাঠ করান।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com