
সারাদেশে ভার্চুয়াল আদালতে বৃহস্পতিবার পর্যন্ত ১০ কার্যদিবসে ২০ হাজার ৯৩৮ জন জামিন দেয়া হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান জানান, ১১ মে থেকে ১০ কার্যদিবসে ৩৩ হাজার ২৮৭টি শুনানি অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ মে একজন জামিন লাভ করেন। ১২ মে ১৪৪ জন জামিন পান। ২০ মে সর্বোচ্চ ৭ হাজার ৬৩১টি জামিন শুনানি অনুষ্ঠিত হয় এবং ৪ হাজার ৪৮৪ জন জামিন লাভ করেন।
সর্বশেষ ২৮ মে ৩ হাজার ৮২টি শুনানি শেষে ১ হাজার ৪৭৭ জন জামিন লাভ করেন।
মহামারি করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া ঠেকাতে আদালতের কার্যক্রম ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়। পরে ১১ মে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার কার্যক্রম চালু হয়।
বিবার্তা/জাহিদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]