শিরোনাম
করোনায় প্রথম আইনজীবীর মৃত্যু
প্রকাশ : ২৬ মে ২০২০, ১৮:৪৯
করোনায় প্রথম আইনজীবীর মৃত্যু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শওকত হোসেন অপু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২.৪৫ মিনিটের সিএমএইচ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।


মরহুমের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানার মাটিভাঙ্গা গ্রামে। তিনি ১৯৯১ সনের ১০ সেপ্টেম্বর আইনপেশার সনদপ্রাপ্ত হয়ে ১৯৯২ সনের ১০ জানুয়ারি ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন। তিনি আইন পেশায় আসার পূর্বে বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।


তার মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি, কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ lawyers' কমিউনিটি ও সিনিয়র আইনজীবীরা শোক প্রকাশ করেছেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com