শিরোনাম
বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের পিপিই দেয়ার নির্দেশ
প্রকাশ : ১৮ মে ২০২০, ২০:২৫
বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের পিপিই দেয়ার নির্দেশ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে দায়িত্বরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রযোজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।সোমবার (১৮ মে) বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।


একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে উপদেষ্টা কমিটির নেয়া বিভিন্ন পদক্ষেপ ও সুপারিশ সম্পর্কে একটি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।


ভার্চুয়াল আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।


আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘হাইকোর্ট দুই দফা নির্দেশনা দিয়ে মামলাটি শুনানির জন্য রেগুলার বেঞ্চে পাঠিয়েছেন। এর আগে গত ১১ মে এ বিষয়ে রিট আবেদন করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com