শিরোনাম
ভার্চুয়াল শুনানিতে জামিন পেয়েছেন আরো ১০১৩ জন
প্রকাশ : ১৩ মে ২০২০, ২২:০১
ভার্চুয়াল শুনানিতে জামিন পেয়েছেন আরো ১০১৩ জন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভার্চুয়াল শুনানির তৃতীয় দিনে নিম্ন আদালতে সারা দেশে ১ হাজার ১৩ ব্যক্তির জামিন দেয়া হয়েছে। বুধবার (১৩ মে) সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সারাদেশের অধস্তন আদালতে ১ হাজার ১৮৩ আবেদনের শুনানি হয় আজ। এরপর ১ হাজার ১৩ জনকে জামিন দেন আদালত। আগের দিন মঙ্গলবার (১২ মে) ১৪৪ জনের জামিন মঞ্জুর করা হয়েছিল।


গত ১০ মে নিম্ন আদালতের ভার্চ্যুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।এরপর থেকে জেলা ও দায়রা জজ, চীফ জুডিশিয়াল জজ, মহানগর দায়রা জজসহ দেশের প্রায় প্রত্যেক আদালতে অনলাইনে জামিন শুনানি শুরু হয়।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com