শিরোনাম
‘বিদেশ ফেরতদের তালিকা আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে দেয়ার নির্দেশ’
প্রকাশ : ১৯ মার্চ ২০২০, ১৩:৩৭
‘বিদেশ ফেরতদের তালিকা আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে দেয়ার নির্দেশ’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কোয়ারেন্টাইনের জন্য বিদেশ ফেরত যাত্রীদের তালিকা আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে এ আদেশ দেন আদালত।


এদিকে দেশে নতুন করে আরো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর ফলে আগের ১৪ জনসহ বর্তমানে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত তিনজন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। আক্রান্ত ওই নারীর বয়স ২২ বছর। পুরুষ দুইজনের বয়স যথাক্রমে ৬৫ ও ৩২ বছর। আক্রান্তদের পরিবারের একজন ইতালি ফেরত।


স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বৃহস্পতিবার (১৯ মার্চ) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।


তিনি জানান, বুধবারের পর আর কারো মৃত্যু হয়নি। বুধবার (১৮ মার্চ) একজনের মৃত্যুর হয়।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com