শিরোনাম
আদালত বন্ধের বিষয়ে বৈঠকে বসবেন প্রধান বিচারপতি
প্রকাশ : ১৮ মার্চ ২০২০, ১৪:২৫
আদালত বন্ধের বিষয়ে বৈঠকে বসবেন প্রধান বিচারপতি
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে আদালত বন্ধের বিষয়ে উচ্চ আদালতের সব বিচারপতিকে নিয়ে বসে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।


বুধবার (১৮ মার্চ) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আমরা সচেতন। আমরা সব জজ সাহেব বসে সিদ্ধান্ত নেব এটা নিয়ে কী করা যায়। এখন কোর্ট বন্ধ আছে (২৮ মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্ট ছুটি)।’ কোর্ট খোলার আগে আমরা একবার সবাই বসবো। বসে বিচারপ্রার্থী যারা আছেন তাদেরও যাতে কোনো ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কোর্ট খোলার আগেই আমরা বসে সিদ্ধান্ত নেব।


নিম্ন আদালতে জনসমাগম বেশি হয় সেক্ষেত্রে নিম্ন আদালতের ব্যাপারেও কী সিদ্ধান্ত নেবেন জানতে চাইলে প্রধান বিচারপতি বলেন, নিম্ন আদালত যেহেতু হাইকোর্টের অধীনে, সুতরাং সব ব্যাপারেই আমরা সিদ্ধান্ত নেব।


তিনি বলেন, ‘লক্ষ লক্ষ বিচারপ্রার্থী রয়েছে। তাদের কথাও আমাদের মাথায় রাখতে হবে। পরিপূর্ণভাবে যদি কোর্ট বন্ধ হয়ে যায়, তাহলে মানুষের ভোগান্তি বেড়ে যাবে। কারণ অনেকেই জরুরি বিষয় নিয়ে কোর্টে আসে।


এসময় সৈয়দ মাহমুদ হোসেন বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ পালনে আমরা বিস্তারিত পদক্ষেপ নিয়েছি। নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট, সব আদালতে জন্ম শতবার্ষিকী বছরব্যাপী পালন করা হবে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com