শিরোনাম
৩ দিনেও খোঁজ মেলেনি সুপ্রিমকোর্টের আইনজীবী শহিদুলের
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২০, ১০:৪৮
৩ দিনেও খোঁজ মেলেনি সুপ্রিমকোর্টের আইনজীবী শহিদুলের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাসা থেকে জজ কোর্টের উদ্দেশে বেরিয়ে তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শহিদুল হক।


এ ঘটনায় বুধবার (১৫ জানুয়ারি) নিখোঁজ শহিদুল হকের স্ত্রী ফাতেমা খাতুন রাজধানীর খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছেন।


জিডির বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া একটার দিকে রামপুরা বনশ্রী এলাকার বাসা থেকে বের হন শহিদুল। বনশ্রী এলাকার একটি ব্যাংকের শাখা থেকে টাকা উত্তোলন করে ঢাকা জজ কোর্টের উদ্দেশে রওনা দেন।


এরপর তিনি আর বাসায় ফিরে আসেননি। বাসা থেকে বেরোনোর সময় তিনি নিজের মোবাইল ও চাবি রেখে গেছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।


খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, শহিদুল হক নামে একজন আইনজীবী নিখোঁজ রয়েছেন বলে একটি জিডি করেছেন তার স্ত্রী। তিনি মোবাইল রেখে যাওয়ায় তার সর্বশেষ অবস্থান এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। তাকে খুঁজে পেতে পুলিশ চেষ্টা করছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com