শিরোনাম
আবরার হত্যা মামলায় জন্য বিশেষ প্রসিকিউশন টিম: আইনমন্ত্রী
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৯, ২১:৩৪
আবরার হত্যা মামলায় জন্য বিশেষ প্রসিকিউশন টিম: আইনমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগপত্র নেয়ার জন্য বিশেষ প্রসিকিউশন টিম গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।


বুধবার (১৬ অক্টোবর) সচিবালয়ে তার দপ্তরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।


তিনি বলেন, আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগপত্র নেয়ার জন্য বিশেষ প্রসিকিউশন টিম গঠন করার প্রস্তুতি নেয়া হচ্ছে। এই মামলার তদন্ত শেষ না হয়া পর্যন্ত এ বিষয়ে কারো কিছু বলা ঠিক হবে না।


তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন আবরার হত্যা মামলায় যেই মুহূর্তে অভিযোগপত্র দেয়া হবে, তখন থেকে মামলাটাকে দ্রুত নিষ্পত্তির জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেসব ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি এ ব্যাপারে ইতোমধ্যেই প্রসিকিউশন সার্ভিসকে এই মামলা হ্যান্ডেল করার জন্য তৈরি হয়ার নির্দেশ দিয়েছি।


আইনমন্ত্রী বলেন, আবরার ফাহাদ হত্যায় ফৌজদারি মামলার এজহার দিয়ে শুরু হয়েছে। এরপর তদন্ত শুরু হয়, যা চলমান। অভিযোগপত্র পেলেই আমরা পরবর্তী পদক্ষেপ নেবো।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com