শিরোনাম
গুহায় আটকাপড়া কিশোরদের বেরুতে কয়েক মাস লেগে যাবে !
প্রকাশ : ০৩ জুলাই ২০১৮, ১৮:৩১
গুহায় আটকাপড়া কিশোরদের বেরুতে কয়েক মাস লেগে যাবে !
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

থাইল্যান্ডে চিয়াং রাই প্রদেশের পাহাড়ি গুহায় আটকে পড়া ১২ জন কিশোর ফুটবলার এবং তাদের কোচকে জীবিত পাওয়া গেলেও তাদের উদ্ধার করে বাইরে নিয়ে আসতে কয়েক মাস পর্যন্ত লাগতে পারে।


থাইল্যান্ডে সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি এ চাঞ্চল্যকর খবর দিয়েছে।


নয় দিন নিখোঁজ থাকার পর দলটিকে সোমবার খুঁজে পায় ব্রিটিশ উদ্ধারকারী ডুবুরিদের একটি দল।


উদ্ধারকর্মীরা ও সেনাবাহিনী বলছে, দলটি এমন জায়গায় আটকা পড়ে আছে যে গুহার বাইরে আসতে হলে তাদের ডুবুরির মতো পানির নিচ দিয়ে সাঁতরানো শিখতে হবে, অথবা কয়েক মাস গুহার মধ্যেই অপেক্ষা করতে হবে - যতদিন পানি নেমে না যায়।


সেনাবাহিনী বলছে, তাদেরকে হয়তো আগামী চার মাস ধরে বাইরে থেকে খাবার পাঠাতে হবে।


চিয়াং রাইয়ের গভর্নর নারোংসাক ওসোত্থানাকন বলেন, উদ্ধারকারীরা এখন জোর চেষ্টা চালাচ্ছেন, কিভাবে ক্রমাগত বাড়তে থাকা পানি অতিক্রম করে দলটির কাছে খাবার ও অন্যান্য সাহায্য পৌঁছে দেয়া যায়। গুহার ভেতরে বিদ্যুত ও টেলিফোন লাইন বসানোর চেষ্টাও করা হচ্ছে, যাতে এই কিশোররা তাদের বাবা-মায়ের সাথে কথা বলতে পারে।


জানা গেছে,ওই কিশোররা গুহার মধ্যে একটি কার্নিসের মতো জায়গায় বসে আছে। তারা ডুবুরিদের জানায় যে ১৩ জনের সবাই সেখানে আছে এবং তারা খুবই ক্ষুধার্ত। তারা জানতে চায়, কখন তারা এখান থেকে যেতে পারবে।


ডুবুরিরা তাদের জানান, তাদের অপেক্ষা করতে হবে, আরো লোক সেখানে আসবে। তখন একজন কিশোর বলে, "ঠিক আছে, কাল দেখা হবে।"


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী


>>গুহায় নিখোঁজ ১২ ফুটবলার জীবিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com