শিরোনাম
মিশরে বোমা বিস্ফোরণে পর্যটকসহ নিহত ৪
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৮, ১১:৫১
মিশরে বোমা বিস্ফোরণে পর্যটকসহ নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিশরের রাজধানী কায়রোর উপকণ্ঠে গিজা পিরামিডের কাছে রাস্তার পাশে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে পর্যটক ও গাইডসহ চারজন নিহত ও ১২ জন আহত হয়েছে।


হতাহত পর্যটকরা ভিয়েতনামের ভিয়েতনামের নাগরিক। বাসে করে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন।


দেশটির প্রসিকিউটরের দফতরের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বোমার বিস্ফোরণে ভিয়েতনামের তিন পর্যটক ও মিশরের এক গাইড নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আরো ১১ পর্যটক ও মিশরের এক বাসচালক আহত হয়েছে।


এতে বলা হয়, গিজা পিরামিডের পার্শ্ববর্তী আল-হারাম জেলার মারিউতিয়া স্ট্রিট বরাবর একটি দেয়ালের কাছে বোমাটি পেতে রাখা হয়েছিল। বাসে ভিয়েতনামের ১৪ পর্যটকসহ মোট ১৬ জনকে বহন করা হচ্ছিল।


ঘটনাস্থলে দ্রুত সশস্ত্র নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। তল্লাশি অভিযান চালানোর জন্য তারা এলাকাটি ঘিরে ফেলে।


প্রধানমন্ত্রী মোস্তফা মোদবৌলি আহত পর্যটকদের দেখতে হাসপাতালে যান। সেখানে তিনি ট্যুর গাইড মারা যাওয়ার কথা জানান। বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হওয়ার পর তার মৃত্যু হয়। সূত্র: এএফপি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com