তুরস্কে দাবানল নেভাতে গিয়ে ১০ দমকলকর্মী নিহত
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১৫:৫৪
তুরস্কে দাবানল নেভাতে গিয়ে ১০ দমকলকর্মী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্কের কেন্দ্রীয় এসকিসেহির প্রদেশে দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে ১০ জন দমকলকর্মী নিহত হয়েছে। এঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। দেশটির কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি এ তথ্য জানিয়েছেন।


মঙ্গলবার (২২ জুলাই) থেকে এসকিসেহিরের সেয়িতগাজি জেলায় দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মী এবং উদ্ধারকারী দল কাজ করছে। এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।


ইব্রাহিম ইউমাকলি সাংবাদিকদের জানান, বুধবার (২৩ জুলাই) হঠাৎ বাতাসের দিক পরিবর্তন হলে ২৪ জন দমকলকর্মী আগুনে আটকা পড়েন।


তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু এর মধ্যে ১০ জন মারা যান এবং ১৪ জন এখনও চিকিৎসাধীন।


প্রত্যক্ষদর্শী দমকল কর্মী এরকান টেমেল ইহলাস নিউজ এজেন্সিকে বলেন, ‘তারা (আগুনে আটকা পড়া ২৪ জন) পাহাড়ের ওপরে আগুন নেভাচ্ছিল, আর আমরা নিচে ছিলাম। তারা পাহাড়ের ঢালে আগুন থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়।’


প্রসিকিউটররা এ ঘটনার আইনি তদন্ত শুরু করেছেন বলে সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে জানিয়েছেন বিচারমন্ত্রী ইলমাজ টুনক।


তুরস্কের মধ্য ও পশ্চিমাঞ্চলের পাঁচটি প্রদেশে সাতটি দাবানল জ্বলছে বলেও বুধবার জানান ইউমাকলি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com