
ইয়েমেনের রাজধানী সানায় আবারও হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। নতুন এ হামলায় ১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৩০ জন।
স্থানীয় সময় রবিবার (২০ এপ্রিল) বার্তাসংস্থা আল জাজিরার প্রতিবেদনে জানায়, রাতে আল ফারাহ মার্কেটে এ হামলা চালায় যুক্তরাষ্ট্র। ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকারী দলের সদস্যরা।
হুতি সমর্থিত সংবাদমাধ্যম জানায়, সৌদি আরব সীমান্তে সাদা প্রদেশেও বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা।
গত মাস থেকে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকায় প্রায় প্রতিদিনই বিমান হামলা চালিয়ে আসছে ওয়াশিংট। হামলায় সামরিক স্থাপনাসহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।
গেল সপ্তাহেই হোদেইদা প্রদেশের রাস ঈসা বন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৮০ জন নিহত হন। হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইয়েমেনিরা।
মার্চে ইয়েমনের হুতিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযান ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এরপর দেশটিতে অন্তত ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]