ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে ২০০৫ সাল থেকে দায়িত্ব পালন করছেন বর্তমানে ৮৯ বছর বয়সী মাহমুদ আব্বাস। এ অবস্থায় বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কোনো কারণে তার মৃত্যু হলে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হবেন কে? এ নিয়ে জনমনে যখন প্রশ্ন তখন সমাধানটা নিজেই দিয়েছেন প্রেসিডেন্ট আব্বাস। তার উত্তরসূরি হিসেবে একজন অস্থায়ী বা অন্তর্বর্তীকালীনকে তিন মাসের জন্য প্রেসিডেন্টের চেয়ারে বসার কথা জানিয়েছেন।
তার মতে, তার জায়গায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে পারেন ফিলিস্তিন জাতীয় কাউন্সিলের চেয়ারম্যান। যার দায়িত্বে এখন রয়েছেন রাউহি ফাতুহ (৭৫)।
বুধবার এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন প্রেসিডেন্ট আব্বাস। যেখানে সরাসরি রাউহি ফাতুহর নাম না জানিয়ে জাতীয় কাউন্সিলরের চেয়ারম্যানকে প্রেসিডেন্টের চেয়ারে অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলানোর কথা বলেছেন তিনি। যার দায়িত্ব হবে তিন মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করে দায়িত্বভার বুঝিয়ে দেওয়া।
রাউহি ফাতুহ, ২০০৪ সালে ইয়াসির আরাফাতের মৃত্যুর পরে স্টপ-গ্যাপ নেতা হিসাবে সংক্ষিপ্তভাবে দায়িত্ব পালন করেছেন। ধারণা করা হচ্ছে, আগামীতে তিনিই প্রেসিডেন্ট আব্বাসের স্থলাভিষিক্ত হতে পারেন। কেননা, প্রেসিডেন্ট আব্বাসের কোনো ডেপুটি নেই যাকে এই দায়িত্বে দেখা যেতে পারে।
অবশ্য সম্প্রতি আব্বাসের জনপ্রিয়তা বেশ কমেছে। ২০০৫ সালে চার বছরের জন্য ফিলিস্তিনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে এখনও এই চেয়ার আগলে রেখেছেন তিনি। মাঝে কোনো নির্বাচন হয়নি। তাছাড়া চলমান যুদ্ধের জন্য অনেকেই আর তাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]