
ইসরাইলি বাহিনীর বোমা হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত দুইদিনে কমপক্ষে ১২০জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৪ হাজার ২০০ জনে পৌঁছে গেছে।
শনিবার (২৩ নভেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, গাজা শহরের জেইতুন শহরতলিতে একটি আবাসিক ভবনে রাতে ইসরাইলি হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আর অন্যরা মধ্য ও দক্ষিণ গাজায় নিহত হন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলি বিমান হামলায় মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে আল-ফারুক মসজিদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী তাদের স্থল আক্রমণ এবং উত্তর গাজার বোমাবর্ষণ আরও জোরদার করেছে। সেখানে সর্বশেষ আংশিকভাবে পরিচালিত হাসপাতালগুলোর একটিতে বোমা হামলায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে।
কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া শনিবার এক বিবৃতিতে বলেছেন, ইসরাইলি বাহিনী হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশদ্বার এবং হাসপাতালের আঙ্গিনা, বৈদ্যুতিক জেনারেটর এবং হাসপাতালের গেটগুলোকে বেশ কয়েকবার লক্ষ্যবস্তু করেছে।’
বোমা হামলার ফলে জরুরি বিভাগের ডাক্তার, নার্স এবং প্রশাসনিক কর্মীদের মধ্যে ১২ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।
তবে এ অভিযোগ প্রত্যাখান করে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা কামাল আদওয়ান হাসপাতালের এলাকায় হামলার বিষয়ে অবগত নয়।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]