বাইডেনের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধ বাড়ানোর অভিযোগ রাশিয়ার
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ২০:২৩
বাইডেনের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধ বাড়ানোর অভিযোগ রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার অনুমতি দেওয়ার অর্থ হবে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘর্ষে জড়িত হওয়া।


১৮ নভেম্বর, সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।


প্রতিবেদনে জানানো হয়, ক্রেমলিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে রাশিয়ার অভ্যন্তরে আঘাত করার জন্য ওয়াশিংটনের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়ে ইউক্রেনে যুদ্ধ বাড়ানোর জন্য কিয়েভকে দায়ী করছে।


মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘যদি সত্যিই এই ধরনের সিদ্ধান্ত প্রণয়ন করা হয়, তাহলে এটি একটি নতুন উত্তেজনা সৃষ্টি করবে।’


উল্লেখ্য, ইউক্রেন দীর্ঘদিন ধরে রাশিয়ার অভ্যন্তরে সামরিক স্থাপনা এবং বিশেষ বিমানঘাঁটিতে আঘাত করার জন্য শক্তিশালী আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করার জন্য ওয়াশিংটনের কাছ থেকে অনুমোদন চেয়েছে।


বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এবং রয়টার্স রবিবার জানিয়েছে যে, বাইডেন ইউক্রেনের অনুরোধ মেনে নিয়েছেন।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com