চীনে
ভিড়ের মধ্যে পথচারীদের উপর গাড়ি, নিহত ৩৫
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১৮:০৭
ভিড়ের মধ্যে পথচারীদের উপর গাড়ি, নিহত ৩৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীনে পথচারীদের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিয়েছেন ফ্যান (৬২) নামের এক ব্যক্তি। এতে অন্তত ৩৫ জন নিহত ও আরও ৪৩ জন আহত হয়েছেন।


স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে দেশটির দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরে এই ঘটনা ঘটে।


পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, “ঝুহাই স্পোর্টস সেন্টারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সেখানে শরীর চর্চা করার সময় লোকজনের ওপর এক ব্যক্তি গাড়ি চালিয়ে দিয়েছেন। এতে ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে।”


পুলিশ বলছে, ফ্যান নামের এক ব্যক্তি তার ছোট এসইউভি পথচারীদের ওপর চালিয়ে দিয়েছেন। ঝুহাই স্পোর্টস সেন্টারের সামনে প্রতিবন্ধকতা গুঁড়িয়ে দিয়ে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেন তিনি। এ সময় গাড়ির নিচে চাপা পড়েন বেসামরিক লোকজন।


হামলার পর পালিয়ে যাওয়ার চেষ্টার সময় গাড়ির চালক ফ্যানকে গ্রেফতার করেছে পুলিশ। হামলার সময় গুরুতর আহত তিনি। বর্তমানে তিনি কোমায় রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।


প্রাথমিক তদন্তে বিবাহবিচ্ছেদের পর স্ত্রীর সাথে সম্পত্তির ভাগাভাগি নিয়ে সৃষ্ট অসন্তোষ থেকে লোকজনের ওপর ফ্যান গাড়ি চালিয়ে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, সিবিএস নিউজ


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com