
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস তার ভোট আগাম প্রদান করেছেন।
স্থানীয় সময় রবিবার (৩ নভেম্বর) কমলা জানান, তার নিজের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় তিনি ডাকযোগে ভোট দিয়েছেন।
মিশিগানে নির্বাচনী প্রচারণায় কমলা সাংবাদিকদের বলেন, “আমি আমার ব্যালট পূরণ করে পাঠিয়ে দিয়েছি। ব্যালট ক্যালিফোর্নিয়ার পথে রয়েছে।”
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার আগাম রেকর্ড ৭ কোটি ৮০ লাখ ভোট পড়েছে।
যুক্তরাষ্ট্রের বেশির ভাগ রাজ্যে সরাসরি বা ডাকযোগে আগাম ভোট দেওয়ার ব্যবস্থা আছে। সব ভোটারকে ভোটের আওতায় আনতে এই আগাম ভোটের ব্যবস্থা।
এবার যুক্তরাষ্ট্রে মোট ২৪ কোটি ৪০ লাখ ভোটার রয়েছে। পিউ রিসার্চ সেন্টারের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ২০২০ সালে দুই-তৃতীয়াংশ (৬৬ শতাংশ) ভোটার ভোট দিয়েছিলেন। ১৯০০ সালের পর যুক্তরাষ্ট্রে কোনো জাতীয় নির্বাচনে এটাই সর্বোচ্চ ভোট।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]