সালমানকে প্রাণনাশের হুমকিদাতা যুবক গ্রেফতার
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ১৪:২৩
সালমানকে প্রাণনাশের হুমকিদাতা যুবক গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গোফরান খান (২০) নামে এক যুবককে নয়ডা এলাকা থেকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।


ওই যুবককে আটকের পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করেছে পুলিশ। খবর এনডিটিভির।


আটক ওই যুবকের বিরুদ্ধে সালমানের পাশাপাশি গত ১২ অক্টোবর সন্ত্রাসী হামলায় নিহত এনসিপি দলের এমপি বাবা সিদ্দিকের ছেলে জিসান সিদ্দিকিকেও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।


এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বান্দ্রায় জিসান সিদ্দিকির অফিসে গিয়ে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় জিসানের অফিসের এক কর্মী থানায় গিয়ে ওইদিন রাতেই এফআইআর দায়ের করেন।


পুলিশ এ ঘটনায় মোহাম্মদ তায়েব নামে একজনকে গ্রেফতার করে। পরে তার তথ্যের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার (২৯ অক্টোবর) নয়ডা থেকে গোফরান খানকে গ্রেফতার করেছে।


এর আগে, মুম্বাই পুলিশ জামশেদপুর থেকে শেখ হুসেন শেখ মৌসিন নামে ২৪ বছর বয়সী সবজি বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। হুমকি বার্তায় তিনি সালমান খানের কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন।


সালমান খান এর আগে লরেন্স বিষ্ণোই গ্যাং থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। গ্যাংয়ের সন্দেহভাজন সদস্যরা এপ্রিল মাসে অভিনেতার বান্দ্রার বাড়ির বাইরে গুলি চালিয়েছিল। হুমকির পর অভিনেতার নিরাপত্তা জোরদার করা হয়েছে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com