রাশিয়ায় সেনা পাঠিয়েছে উ. কোরিয়া, নিশ্চিত করলো ন্যাটো
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ১৩:৫৩
রাশিয়ায় সেনা পাঠিয়েছে উ. কোরিয়া, নিশ্চিত করলো ন্যাটো
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রশিক্ষণের জন্য রাশিয়ায় প্রায় ১০ হাজার সৈন্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। এমনটাই নিশ্চিত করেছে পেন্টাগন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো।


২৮ অক্টোবর, সোমবার পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং ও ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেছেন, আমরা ধারণা করছি, পূর্ব রাশিয়ায় প্রশিক্ষণের জন্য উত্তর কোরিয়া প্রায় ১০ হাজার সৈন্য পাঠিয়েছে। আগামী কয়েক সপ্তাহে ইউক্রেনে রুশ বাহিনীর সঙ্গে এই সৈন্যদের মোতায়েন করা হতে পারে।


এদিকে, একই দিনে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্য পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন। রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলে উত্তর কোরিয়ার সামরিক ইউনিটকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।


যদিও গত সপ্তাহে ওয়াশিংটনের পক্ষ থেকে উত্তর কোরিয়া রাশিয়ায় ৩ হাজার সৈন্য মোতায়েন করেছে বলে জানানো হয়েছিল।


রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েনের প্রতিক্রিয়ায় পশ্চিমা মিত্রদেরকে ইউক্রেনে আরও বেশি অস্ত্র সরবরাহ ও রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি চেয়েছে কিয়েভ। দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদল রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্য পাঠানোর বিষয়টি সোমবার ন্যাটো জোটের কর্মকর্তা ও কূটনীতিকদের অবগত করেছে। এর পরপরই রুটে সাংবাদিকদের বলেছেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা ইন্দো-প্যাসিফিক এবং ইউরো-আটলান্টিক—উভয়ের নিরাপত্তার জন্য হুমকি।


দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলও রুটে এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সাথে টেলিফোন বিষয়টি নিয়ে আলাপকালে উদ্বেগ প্রকাশ করেছেন। ভন ডার লিয়েনকে ইউন বলেছেন, ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন প্রত্যাশার চেয়ে তাড়াতাড়ি ঘটতে পারে।


বিশ্লেষকরা মনে করছেন, ভাষাগত বাধা এবং সাম্প্রতিক যুদ্ধ অভিজ্ঞতার অভাবে উত্তর কোরীয় বাহিনীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকে যায়। তবে কুরস্ক অঞ্চলে এসব সৈন্য মোতায়েন পশ্চিমা দেশগুলোর জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করেছে, যা সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com