
মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত আসন্ন পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে।
২৮ অক্টোবর, সোমবার দেশটির গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আগামী ১ মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে। তবে রমজানের চূড়ান্ত দিনক্ষণ চাঁদ দেখার ওপর নির্ভরশীল বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২০২৫ সালের ১ মার্চ থেকে দেশটিতে রমজান শুরু হতে পারে।
তবে, রমজানের সুনির্দিষ্ট সময় চাঁদ দেখার ওপর নির্ভর করবে। নির্দিষ্ট দিনে চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে চাঁদ দেখা কমিটি।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]