ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে যা বললেন কমলা-ট্রাম্প
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১১:৩০
ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে যা বললেন কমলা-ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

শনিবার ভোরে ১৪০টি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের তিনটি প্রদেশের কয়েকটি সামরিক স্থাপনায় তিন দফায় এই হামলা চালানো হয়। এই হামলার বিষয়ে নিজ নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস।


২৭ অক্টোবর, রবিবার এক প্রতিবেদনে তাদের বক্তব্য তুলে ধরেছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল।


টেক্সাসে পপ তারকা বিয়ন্সে নৌলসের সঙ্গে এক নির্বাচনী প্রচারণায় অংশ নেন কমলা হ্যারিস। এই প্রসঙ্গে ট্রাম্প মিশিগানের এক সমাবেশে বলেন, ‘ইসরায়েল হামলা করছে। আমরা সবাই দেখছি একটি যুদ্ধ চলছে, আর তিনি (কমলা) পার্টি করে বেড়াচ্ছেন।’


অন্যদিকে কমলা সাংবাদিকদের বলেন, ‘আমার ও যুক্তরাষ্ট্র সরকারের অভিমত হল, এ অঞ্চলের প্রতি ইরান হুমকি সৃষ্টি করছে। আমি জোর দিয়ে বলতে চাই, এই হুমকি সৃষ্টির জন্য ইরান যা করছে তা তাকে অবশ্যই থামাতে হবে এবং আমরা সব সময় ইরানের যে কোনো হামলার বিপরীতে ইসরায়েলকে সুরক্ষা দিয়ে যাব।’


ইরান জানিয়েছে, ইসরায়েলের এসব হামলায় অন্তত চার সেনাসদস্য নিহত ও ‘সীমিত ক্ষয়ক্ষতি’ হয়েছে। ‘নিজেদের আত্মরক্ষার অধিকার রয়েছে’ বলে ইসরায়েলের মত দাবি করেছে তেহরান।


তাদের এই পাল্টা হুমকির কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইরানের পাল্টা হামলা নিয়ে নানা জল্পনাও চলছে। ইতোমধ্যে পাল্টা হামলা না করার বিষয়ে ইরানকে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও অন্যান্যরা।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com