পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জঙ্গি হামলায় ১০ পুলিশ নিহত
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১৫:৪৩
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জঙ্গি হামলায় ১০ পুলিশ নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি হামলায় অন্তত ১০ সীমান্ত পুলিশ নিহত হয়েছেন। এ হামলার ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।


২৫ অক্টোবর, শুক্রবার দেশটির কর্মকর্তারা এএফপিকে এ তথ্য জানান।


প্রদেশটির মুখ্যমন্ত্রী আলী আমিন খান গান্ডাপুর এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানালেও নিহতদের সংখ্যা উল্লেখ করেননি। তবে এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা জানান, সীমান্তে প্রায় এক ঘণ্টার তীব্র গুলিবিনিময় চলার পর ১০ জন ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি কর্মী শহিদ হয়েছেন।


জানা যায়, খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলার চেকপোস্টে প্রায় ২০-২৫ জন জঙ্গি হঠাৎ আক্রমণ চালায়, ফলে হতাহতের এ ঘটনা ঘটে। হামলার দায় স্বীকার করে দেওয়া এক বিবৃতিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জানায়, তাদের সিনিয়র নেতা ওস্তাদ কুরেশির হত্যার প্রতিশোধ হিসেবে এ হামলা করা হয়েছে। তারা এ হামলাকে নিজেদের শক্তি প্রদর্শনের একটি মাধ্যম হিসেবেও দেখাচ্ছে।


প্রসঙ্গত, পাকিস্তান সেনাবাহিনী বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে জানিয়েছিল, আফগানিস্তানের সীমান্তবর্তী বাজাউর জেলায় অভিযান চালিয়ে দুইজন আত্মঘাতী বোমা হামলাকারীসহ নয়জন নিহত হয়েছেন। এ অভিযানে নিহতদের মধ্যে একজন ছিলেন কুরেশি, যিনি টিটিপির উচ্চ পদস্থ নেতা। সূত্র: রয়টার্স


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com