সৌদিতে ইয়েমেন ও পাকিস্তানিসহ ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১৩:২৪
সৌদিতে ইয়েমেন ও পাকিস্তানিসহ ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সৌদি আরবে পাঁচ বিদেশি নাগরিকসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। পাঁচ বিদেশির মধ্যে চারজন ইয়েমেনের নাগরিক। তাদের বিরুদ্ধে হাশিশ (মারিজুয়ানা) চোরাচালানের অভিযোগ ছিল। এছাড়া, একজন পাকিস্তানি নাগরিককেও মাদক চোরাচালানের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।


২৩ অক্টোবর, বুধবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর নিশ্চিত করেছে।


কেবল মাদক সংক্রান্ত অপরাধেই এ নিয়ে চলতি বছরে ৭১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো দেশটিতে।


সৌদি আরবে সম্প্রতি কেপ্টাগন নামে এক ধরনের উচ্চাসক্তি তৈরি করা অ্যামফেটামিনের চাহিদা বাড়ছে। এটি মূলত সিরিয়া এবং লেবানন থেকে পাচার করা হচ্ছে। গত বছর সৌদি কর্তৃপক্ষ একটি হাই-প্রোফাইল মাদকবিরোধী অভিযানের সূচনা করে, যার ফলে ব্যাপক অভিযান ও গ্রেফতারির ঘটনা ঘটেছে।


বুধবার পাঁচ বিদেশির পাশাপাশি দুজন সৌদি নাগরিকেরও মৃত্যুদণ্ড কার্যকর করেছে রিয়াদ। তারা হত্যা মামলার আসামি ছিলেন।


মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, ২০২৩ সালে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা দেশ ছিল সৌদি আরব। তাদের ওপরে ছিল কেবল চীন ও ইরান।


সরকারি হিসাব অনুসারে, চলতি বছর মোট ২৩৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।


মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে, দেশটি যখন আধুনিক ভাবমূর্তি তৈরির চেষ্টা করছে।


তবে রিয়াদ কর্তৃপক্ষ বলেছে, মৃত্যুদণ্ড জনসাধারণের স্বার্থেই প্রয়োজনীয় এবং দণ্ড কার্যকর করার আগে অভিযুক্তদের সব ধরনের আইনি আপিল প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সূত্র: এএফপি


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com