গাজার জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলা, নিহত ৩১
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১০:৩৭
গাজার জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলা, নিহত ৩১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গাজার জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন।


২৩ অক্টোবর, বুধবার এ হামলা চালানো হয়।


সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বোমার আঘাতে জাবালিয়ায় শরণার্থীশিবিরে বুধবার ৩১ জন নিহত হয়েছেন।


উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরু হয়। এর আগে, ইসরায়েলের দক্ষিণ সীমান্তবর্তী এলাকায় নজিরবিহীন হামলা চালিয়ে ৩০০ সেনাসহ প্রায় ১ হাজার ১৪০ জনকে হত্যা করেন হামাসের যোদ্ধারা। গাজায় বন্দী করে নিয়ে আসেন প্রায় ২৫০ জনকে।


হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। শরণার্থীশিবির, বিদ্যালয়, এমনকি হাসপাতালেও হামলার ঘটনা ঘটেছে।


গাজায় এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে উদ্বাস্তু হওয়া ফিলিস্তিনিদের আশ্রয়স্থলেও ফেলা হচ্ছে বোমা। ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এক বছরে নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি। সূত্র: আল-জাজিরা


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com